আরাকান আর্মির এক সদস্যসহ তিনজনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর
Comments are closedরাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির এক সদস্যসহ পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী আক্কাস এ রিমান্ড মঞ্জুর করেন। গতকাল পুলিশ তিন আসামিকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত না থাকায় আজ শুনানি হয়। বুধবার রাজস্থলী উপজেলার তাইতং পাড়ার এক বাড়ি থেকে আটক করা হয় আরাকান আর্মির সদস্য অং নং ইয়ং রাখাইনকে। এরপর শুক্রবার ওই বাড়ির দুই কেয়ারটেকারকে আটক করা হয়।