আরাকান আর্মির সদস্যসহ ৩ জন ফের রিমান্ডে
Comments are closedদুই দফা রিমাণ্ডের পর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য এবং সংগঠনের পলাতক নেতার বাড়ির দুই তত্ত্বাবধায়কের তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে রাঙামাটির অতিরিক্ত বিচারিক হাকিম সাবরিনা আলী এ রিমাণ্ড মঞ্জুর করেন। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশের মামলায় আসামিদের পাঁচ কার্যদিবস জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। রিমান্ডে নেয়া আসামিরা হলেন আরাকান আর্মির সদস্য অং নং ইয়াং রাখাইন, পলাতক একই সংগঠনের নেতা ডা. রেনিন সোর বাড়ির দুই তত্ত্বাবধায়ক মং চু অং মারমা ও যশো অং মারমা।