আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের হামলা
Comments are closedপূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় দুপুরে মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশ প্রবেশ করলে এই সংঘর্ষ হয়। বিবিসি জানায়, পুলিশ মসজিদ চত্বরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও স্ট্যান গ্রেনেড ছোড়ে। অন্যদিকে পুলিশের ওপর পাথর ও আতশবাজি ছোড়ে ফিলিস্তিনিরা। ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিস্ফোরক বহনকারী একদল ফিলিস্তিনির খোঁজে মসজিদে অভিযান চালায় তারা।