আসমা কিবরিয়া আর নেই
Comments are closedসাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ.এম.এস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সকালে ৯টা ১০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। আসমা কিবরিয়ার প্রথম নামাজে জানাজা বাদ আসর গুলশান আজাদ মসজিদে এবং ২য় নামাজে জানাজা বনানী কবরস্থানে অনুষ্ঠিত হওয়ার পর বনানী কবরস্থানে দাফন করা হবে। এদিকে,তার মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী।