আড়াই কোটি ডলার পেলেন সৌদি বাদশাহ ফাহাদের গোপন স্ত্রী
Comments are closedলন্ডনের হাইকোর্টে মামলা করে আড়াই কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন প্রয়াত সৌদি বাদশাহ ফাহাদের ‘গোপন স্ত্রী’ হার্ব। মামলায় হার্ব দাবি করেন ১৯৬৮ সালে তাঁকে গোপনে বিয়ে করেছিলেন সৌদি বাদশাহ ফাহাদ। ফিলিস্তিনী বংশোদ্ভূত হার্ব অভিযোগ করে বলেন, ২০০৫ সালে মৃত্যুর আগে বাদশাহ ফাহাদের এক ছেলে তাঁর সঙ্গে দেখা করেন ও ভরণপোষণের দায়িত্ব নেয়ার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী হার্বকে পনের মিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং লন্ডনে দুটি বাড়ীর মূল্য বাবদ আরও দশ মিলিয়ন ডলার দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট।