আয়কর বিবরণী জমা দেয়ার সময় শেষ হচ্ছে আজ
Comments are closedচলতি ২০১৫-১৬ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী জমা দেয়ার সময় শেষ হচ্ছে আজ। নতুন করে আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ রাত ১০টা পর্যন্ত আয়কর অফিস খোলা থাকবে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, চলতি করবর্ষে করদাতাদের আয়কর বিবরণী জমা দেয়ার শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর। তবে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে শেষ মুহূর্তে এসে সময় বাড়ানো হয়।