আয় বেড়েছে ফেসবুকের
Comments are closedআয় বেড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের। বিজ্ঞাপন বিক্রি বেড়ে যাওয়ায় আয়ের পরিমাণ বেড়েছে বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। এমন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা বিবিসি। ফেসবুকের বরাত দিয়ে বিবিসি জানায়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির নিট আয়ের পরিমাণ ১১ শতাংশ বেড়ে ৮৯১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের এই সময়ে নিট আয়ের পরিমাণ ছিল ৮০৬ মিলিয়ন ডলার। তাদের ব্যবহারকারীর সংখ্যাও অনেক বেড়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।