ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে হারাল চেলসি
Comments are closedইংলিশ প্রিমিয়ার লিগে দুই জায়ান্টের লড়াইয়ে চেলসি ২-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। এর ফলে চলতি লিগ মৌসুমে ৬ খেলায় মাত্র দুই জয় পেল মরিনিয়োর শিষ্যরা। এছাড়া জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে হারিয়েছে ডার্মস্টাটকে। আজ রাত ৯টায় ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সাউদাম্পটন, খেলাটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ওয়ান। একই সময়ে লিভারপুল নামবে নরইউচ সিটির বিপক্ষে, এই ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ফোর। এদিকে, লা লিগায় রাত সাড়ে ১২টায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হবে লেভান্তে, ম্যাচটি সরাসরি দেখাবে সনি কিক্স। ইতালিয়ান সিরি আ-তে সন্ধ্যা ৭টায় জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে জেনোয়া, সরাসরি দেখাবে সনি সিক্স এইচডি।