ইউএস ওপন: অঘটন ছাড়াই কাটল প্রথমদিন
Comments are closedইউএস ওপেনে পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, মেরিন সিলিচ ও ডেভিড ফেরার। মেয়েদের এককেও কোন অঘটন ছাড়াই প্রথম রাউন্ড পার হয়েছে। জিতেছেন সেরেনা উইলিয়ামস, বোন ভেনাস, আনা ইভানোভিচ, আগ্নিয়েস্কা রাদওয়ান্সকা।