ইউএস ওপেনে জয় পেয়েছে সেরেনা ও ভেনাস
Comments are closedইউএস ওপেন টেনিস টূর্নামেন্টের উদ্বোধনী দিনে নারীদের এককে জয় পেয়েছেন দুই বোন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২১ টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা ৬-২,২-০ সেটে হারিয়েছেন রাশিয়ার ভিতালিয়া দিয়াচেঙ্কোকে। এছাড়া, ছেলেদের এককে জয় পেয়েছেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ।