ইউএস ওপেন: শিরোপা জিতলেন জোকোভিচ
Comments are closedইউএস ওপেন টেনিসে ছেলেদের এককে শিরোপা জিতেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ফাইনালে সুইস তারকা রজার ফেদেরারকে হারিয়ে দ্বিতীয়বারের মত এই শিরোপা নিজের করে নিলেন তিনি। ফেদেরারকে জোকোভিচ হারায় ৬-৪, ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে ।