ইউপিতে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়
Comments are closedপ্রথম ধাপের ভোটের ৭১২ ইউপির ৬৯২ টির ফলাফল জানাগেছে। এতে, দুই তৃতীয়াংশ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে আয়োজিত এই নির্বাচনে এখন পর্যন্ত ৫৩৮টি আওয়ামী লীগ ও ৪৬ টিতে বিএনপির প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। অন্যদিকে, আওয়ামী লীগ থেকে ৪৭ জন এবং বিএনপির ৯ বিদ্রোহী প্রার্থীও জয় পেয়েছেন চেয়ারম্যান পদে। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন ৪০ জন। আর, বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ৫৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।