ইউপি নির্বাচনে বিভিন্ন স্থানে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
Comments are closedইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। সহিংসতার কারণে এখন পর্যন্ত আহত অর্ধশতাধিক। এর মধ্যে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে ভোটকেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির সময় পুলিশের গুলিতে দুজন আহত হয়েছেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরে নিয়ে ভাগবহা ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা করে। ঘটনার পর ইউনিয়নের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগরে একটি ভোট কেন্দ্রে হাতবোমা বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। সকালে উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা বলে প্রিজাইডিং কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র নাথ জানান।