ইউরোকাপের সেমিফাইনাল আজ
Comments are closedআজ থেকে শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর ইউরোর সেমিফাইনালের জমজমাট লড়াই। টুর্নামেন্টের প্রথম সেমিতে ক্রিষ্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে এবারের আসরে রুপকথার গল্প রচনা করা গ্যারেথ বেলের ওয়েলস। ফ্রান্সের প্রাক অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। খেলাটি সরাসরি দেখাবে সনি সিক্স ও সনি ইএসপিএন। আগামীকাল ইউরোর দ্বিতীয় সেমিতে স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আর আগামী ১০ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ইউরোর ১৫ তম আসরের।