ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথ কমিশনের বৈঠক
Comments are closedইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথ কমিশনের বৈঠক শুরু হয়েছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র সচিব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন ও ইইউ’র নেতৃত্ব দিচ্ছেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইউগো আস্তুতো। বৈঠকে অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য, আইন, ইআরডিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা অংশ নিচ্ছেন। বৈঠকে দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন, মাবাধিকার, নতুন বাণিজ্য কৌশল, বাংলাদেশের শ্রম আইন, ট্রেড ইউনিয়ন, পোশাক কারখানায় কর্মপরিবেশ, সেবা খাতে সরাসরি বিদেশি বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছে।