ইউরো বাছাই পর্বে মুখোমুখি জার্মানি,আয়ারল্যান্ড, পর্তুগাল,ডেনমার্ক
Comments are closedইউরো-২০১৬ এর বাছাই পর্বের খেলায় রাতে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে আয়ারল্যান্ড। খেলাটি শুরু হবে রাত পৌনে ১টায়। সরাসরি দেখাবে সনি কিক্স। অপর ম্যাচে, একই সময় পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে ডেনমার্ক। এই খেলাটি সরাসরি দেখাবে সনি সিক্স এইচডি।