ইতালিতে নেয়া হচ্ছে সিজার তাবেলার মরদেহ
Comments are closedহত্যার ১৬ দিন পর আগামীকাল সকালে ইতালির নাগরিক সিজার তাবেলার মরদেহ তার দেশে নিয়ে যাওয়া হবে। এদিকে, ভোরে রংপুরে মুন্সীপাড়ায় একটি করবস্থানে নিহত জাপানি নাগরিক হোসি কুনিও’র দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া, পাবনায় খ্রিস্টান ধর্মযাজক লুক সরকারকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার পাঁচ জেএমবি সদস্যের মধ্যে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।