ইতালিয় নাগরিক হত্যা: উচ্চপর্যায়ের কমিটি গঠন
Comments are closedরাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক তাভেলা সিজারকে হত্যার ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম-কমিশনার মো. মনিরুল ইসলাম। এই কমিটিকে সহায়তার জন্য আরও একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে, গুলশান ডিপ্লোমেটিক জোনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কড়া নজরদারীতে রাখা হয়েছে জোনে প্রবেশের প্রত্যেকটি রাস্তাকে। বাড়ানো হয়েছে পুলিশি চেক পোস্ট। নিয়মিত টহলে আছেন র্যাবের ২টি টিম। পাশাপাশি সাহায্যের জন্য রয়েছে অতিরিক্ত আরো ৪টি টহল টিম।