ইরাক যুদ্ধ ভুল ছিল: টনি ব্লেয়ার
Comments are closedইরাক যুদ্ধ নিয়ে ভুল গোয়েন্দা তথ্য এবং ভ্রান্ত পরিকল্পনার জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এছাড়া, ইসলামিক জঙ্গী সংগঠন- আইএস এর উত্থানের পেছনে ইরাক যুদ্ধ দায়ি বলে যে দাবি উঠেছে, সেটা আংশিক সত্য বলেও স্বিকার করেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনএন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলন, এটি অস্বীকার করার উপায় নেই যে ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে উৎখাত করায় ২০১৫ এর বর্তমান পরিস্থিতি কিছুটা দায়ি।