ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে বিমান হামলা
Comments are closedইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। হুতি বিদ্রোহীদের হামলায় প্রায় ৪৫ সেনা নিহতের একদিন পরেই মারিব প্রদেশ সহ কয়েকটি অঞ্চলে এ হামলা চালায় দেশটি।। এদিকে, শুক্রবারের হামলায় তাৎক্ষণিকভাবে সংযুক্ত আমিরাতের পক্ষ থেকে প্রথমে ২২ সেনা নিহতের কথা বলা হলেও রাতেই দেশটি ৪৫ সেনা নিহতের কথা নিশ্চিত করে। যা ১৯৭১ সালে ফেডারেশন গঠনের পর সবচেয়ে ভয়াবহ ঘটনা। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা।