ই-টোকেন ছাড়াই ভারতে ভ্রমনে সুযোগ পাবেন বাংলাদেশী শিক্ষার্থীরা
Comments are closedই-টোকেন বা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বাংলাদেশের শিক্ষার্থীরা ভারত ভ্রমণের সুযোগ পাবেন। দুপুরে ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। আগামী ২২ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরাসরি ভারতীয় হাইকমিশনের ভিসা অফিসে এসে ভিসা নিতে পারবেন শিক্ষার্থীরা। ভিসার জন্য শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয় বা কলেজের আইডি কার্ড এবং তার একটি কপি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জমা দিতে হবে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহজে ভারতীয় ভিসা পাওয়ার সুবিধা দেওয়া এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ দৃঢ় করতে সৌজন্যমূলকভাবে এই পদক্ষেপ নিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।