ঈদের ছুটিতেও কর্মব্যস্ত চিকিৎসকরা
Comments are closedপ্রতি ঈদের ছুটিতে বিভিন্ন সরকারী হাসপাতালে চিকিৎসক না থাকার অভিযোগ করেন রোগী ও তাদের স্বজনরা। তবে এবার ছুটিতে সরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা যেন বন্ধ না থাকে সেজন্য নির্দেশণা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, কিডনি হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালের জরুরি বিভাগের পাশাপাশি খোলা রয়েছে বহির্বিভাগও। কর্তব্যরত চিকিৎসকরা জানান, বেশির ভাগ চিকিৎসক ছুটিতে থাকায় বাড়তি ডিউটি করছেন তারা। কিন্তু,উল্টা চিত্র ছিল পঙ্গু হাসপাতালের। ঈদের দিন সাধারণ ওয়ার্ডে কোন চিকিৎসক আসেননি বলে অভিযোগ করেছেন হাসপাতালে ভর্তি রোগীরা। এছাড়া, বন্ধ রয়েছে বর্হিবিভাগের চিকিৎসা সেবাও। এসব অভিযোগের বিষয়ে পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ কোন কথা বলতে রাজী না হলেও আগামীকাল বহির্বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন তারা।