ঈদের বাজারে জি-সিরিজ ও অগ্নিবীণা’র নতুন অ্যালবাম
Comments are closedঈদ উপলক্ষে এবার প্রায় ৩০টি অ্যালবাম বাজারে এনেছে জি-সিরিজ ও অগ্নিবীণা। রাজধানীর টিসিবি ভবন মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন করা হয়। আয়োজক প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জনপ্রিয় সঙ্গীতশিল্পী লাকি আকন্দকে সম্মানোনা দেয়া হয়। এছাড়া, ক্যান্সার আক্রান্ত ওই শিল্পীর চিকিৎসার জন্য ১ লাখ টাকা আর্থিক সহযোগিতার চেক তুলে দেয়া হয় তার বোন জেসমিন আকন্দের হাতে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দেশের প্রথম ডিজিটাল নিউজ স্টেশন রেডিও ধ্বনি ৯১.২ এফএম। অনুষ্ঠানে উপস্থিত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আশ্বাস দেন, আগামীতে সকল কিংবদন্তি শিল্পীকে সরকারের পক্ষ থেকে সম্মানোনা দেওয়ার ব্যাপারে আলোচনা করা হবে।