ঈদে ৫ দিন বন্ধ হিলি স্থলবন্দর
Comments are closedপবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দরে পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এই বন্দরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে স্থলবন্দরের কার্যক্রম যথারীতি শুরু হবে। এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান জানান, পাঁচ দিন বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার চলবে। এদিকে, বেনাপোল-পেট্রাপোল বন্দরেও সব রকম পণ্য আমদানি-রফতানি কার্যক্রম তিনদিন বন্ধ থাকবে বলে জানিয়েছ উপপরিচালক আব্দুল জলিল। তবে, এ সময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, ২৭ সেপ্টেম্বর থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।