ঈদ আসতে না আসতেই বাড়ছে মশলার দাম!
Comments are closedসাখাওয়াত সুমন, নিউজ ব্রডকাস্টার, রেডিও ধ্বনি।
ঈদকে সামনে রেখে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সব ধরনের মশলার দাম। দর বেড়েছে, শাকসবজিরও। সেখানে অজুহাত, বন্যার কারণে সরবরাহ কম। তবে, ক্রেতারা বলছেন, তদারকির অভাবে ছুটির দিনগুলোতে দাম বাড়িয়ে দেওয়া হয় বিভিন্ন পণ্যের।
সামনে ঈদ। তাই ছুটির দিনে, রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারের মশলার দোকানে ভিড় বেশি ক্রেতাদের। সেই সুযোগে রসুনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, কেজিতে ২০ থেকে ৩০ টাকা। পেস্তা বাদাম,এলাচসহ অন্যান্য মশলার দামও বেড়েছে। বন্যার অজুহাতে, বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রতিকেজি ঢেঁড়শ, কাকরোল,ঝিঙ্গা,ফুলকপি বিক্রী হচ্ছে ৫০ টাকায়। বেগুন ৬০ টাকা। আর, শশা ও সীমের কেজি ১শ টাকার উপরে। দাম বাড়তি দেশী মাছের। তবে, কমেছে রূপালী ইলিশের দাম।
মাংসের মধ্যে, কমেছে মুরগির দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে, সিটি কর্পোরেশনের নির্ধারিত দামে। আর, খাসির মাংস প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬শ টাকায়।