উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমভ আর নেই
Comments are closedউজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমভ মারা গেছেন বলে জানিয়েছে তুরস্ক। যদিও উজবেকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্থানীয় সময় শুক্রবার তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম টেলিভিশনে সরাসরি প্রচারিত মন্ত্রিসভায় এক বৈঠকে বলেন, উজবেক প্রেসিডেন্ট ইসলাম কারিমভ মারা গেছেন।১৯৯১ সালে সাবেক সোভিয়েত রিপাবলিক থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরুর পর উজবেকিস্তানের নেতৃত্ব দিয়ে আসছিলেন করিমভ। এদিকে, রাশিয়া ভিত্তিক ওয়েব সাইট ফের্গানা-র খবরে বলা হয়েছে, সামারকান্দে করিমভের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন চলছে। অন্যদিকে, আজ সকাল থেকে সামারকান্দ বিমানবন্দরে নিয়মিত বিমান উঠানামা বন্ধ রয়েছে বলে জানিয়েছি বার্তা সংস্থা বিবিসি।