উত্তরবঙ্গগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
Comments are closedপবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ থেকে উত্তরবঙ্গগামী বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। ভোর ৬টা থেকে গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বিভিন্ন কাউন্টারে উত্তরবঙ্গগামী বাস সার্ভিসগুলোর টিকিট বিক্রি শুরু হয়। এদিকে, আগামী ২৯ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে গতকাল থেকে শুরু হয়েছে লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি প্রক্রিয়া। এদিকে অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিন ভোর থেকেই রাজধানীর কাউন্টারগুলোয় টিকেট প্রত্যাশীদের প্রচন্ড ভীড় লক্ষ্য করা গেছে। যাদের মধ্যে প্রায় সবাই ৮ এবং ৯ সেপ্টেম্বরের টিকেট প্রত্যাশী।