উন্নয়নের ধারা এগিয়ে নিতে একযোগে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর
Comments are closedদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ক সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০১৫ এর উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে উন্নত দেশগুলোকে আর্থিক ও কারিগরি সহযোগিতার পাশাপাশি, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান তৈরি ও সার্বিক বৈশ্বিক উন্নয়নে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান।