উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণের সম্পৃক্ততা বাড়াতে হবে : প্রধানমন্ত্রী
Comments are closedউন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে, ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বলেন, উন্নয়নের অর্থ যেন অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।এ সময় প্রধানমন্ত্রী বলেন, চুক্তি সম্পাদিত হওয়ায়, প্রকল্প বাস্তবায়নে প্রতিটি মন্ত্রনালয় ও তার সচিব দায়বদ্ধ। মাঠ পর্যায়েও কাজের গতির ঠিক রাখার জন্য সচেষ্ট থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।