উলফা নেতা অনুপ চেটিয়াকে নিয়ে ধুম্রজাল
Comments are closedভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফা নেতা অনুপ চেটিয়াকে নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে বন্দি এই বিচ্ছিন্নতাবাদী নেতাকে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন বার্তা সংস্থা। এমনকি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুধু বলেন, সাজা শেষ হওয়ায় অনুপ চেটিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে।