উয়েফায় রাতে মাঠে নামছে বরুশিয়া ও কুয়াবালা
Comments are closedউয়েফা ইউরোপা লীগে আজ রাতে মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড ও কুয়াবালা। খেলা শুরু হবে রাত নয়টায়। আর রাত এগারোটায় টটেনহ্যাম খেলবে অ্যান্ডারলেখট আর একই সময়ে মোনাকো মাঠে নামবে কারাবাগ এর বিপক্ষে। তিনটি খেলা সরাসরি দেখাবে টেন অ্যাকশন। অপর ম্যাচে রাত একটা পাঁচ মিনিটে লিভারপুল খেলবে রুবিন কাজান এর বিপক্ষে।খেলাটি সরাসরি দেখাবে টেন অ্যাকশন ।