উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে রাতে মুখোমুখি হচ্ছে চেলসি-লিভারপুল
Comments are closedউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের বিগ ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে রাত ১ টায় মুখোমুখি হবে চেলসি-লিভারপুল। ইনজুরিতে চেলসি ডিফেনডার জন টেরি। এ ম্যাচ দিয়ে ব্লুদের হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে দাভিদ লুইজের। আর এক ম্যাচ বিরতি দিয়ে অল রেড একাদশে ফিরছেন ফিলিপ কৌতিনহো। রক্ষন সামলাতে দেখা যেতে পারে ডেয়ান লভরেনকে। পরিসংখ্যানে এগিয়ে লিভারপুল। চেলসির ৬১ জয়ের বিপরীতে ৭৫ জয় ইয়ুর্গন ক্লপ শীষ্যদের। শেষ ৯ দেখায় ৪ জয় লিভারপুলের। তবে চেলসির জন্য আশার কথা, দু জয়ের ভেন্যু ঘরের মাঠ স্ট্যামফোর্ড।