এএফসি কাপে শেখ জামালের প্রতিদ্বন্দী এফসি আলগার
Comments are closedএএফসি কাপের প্রাক-বাছাই পর্বে গ্রুপের শেষ ম্যাচে শেখ জামাল মাঠে নামবে কিরগিজস্তানের দল এফসি আলগার বিপক্ষে। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপের বাছাইপর্বের টিকেট নিশ্চিত হবে শেখ জামালের।