একদিনের জন্য স্থগিত শাবিপ্রবি-র আন্দোলন
Comments are closedসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলন একদিনের জন্য স্থগিত করেছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরাম। সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী শাহরিয়ার মজুমদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আগামীকাল আন্দোলন কর্মসূচি স্থগিত করেন তারা। তবে ওই দিন বিকেলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারিত করা হবে বলে জানান ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ সামছুল আলম। এদিকে, শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন আন্দালনরত শিক্ষকরা।