একনেক সভায় সাত প্রকল্প অনুমোদন
Comments are closedমিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরনার্থীদের সঠিক সংখ্যা নির্ধারণে ২১ কোটি টাকা ব্যয়ে রোহিঙ্গা শুমারী নামে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। এছাড়াও ভূমিকম্পে ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে ১ হাজার ৩৮১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পসহ মোট ৭টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানান, সাত প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩ কোটি ৭ লাখ টাকা।