একনেক সভায় ৭ প্রকল্পের অনুমোদন
Comments are closed২০১৮ সালের মধ্যে পুরান ঢাকাসহ রাজধানীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক শিল্পকে মুন্সীগঞ্জে স্থানান্তর করা হবে। এজন্য বিসিক প্লাস্টিক শিল্প নগরী নামে একটি প্রকল্পসহ নতুন ও সংশোধিত মোট ৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অথনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে একনেকের সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৭ কোটি টাকা। এসময় তিনি আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী উন্নত যন্ত্রাংশ ব্যবহারে দুই সিটি কর্পোরেশেনকে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন।