একরাম হত্যা মামলা : মিনারের জামিন আপিলেও স্থগিত
Comments are closedফেনীর আলোচিত একরাম হত্যা মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের জামিন স্থগিতই থাকছে। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে জামিনের স্থগিতাদেশের মেয়াদ দুই সপ্তাহের জন্য বাড়িয়ে দেন। পাশাপাশি মিনারকে বারডেম হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে দুই সপ্তাহের মধ্যে তার স্বাস্থ্যগত প্রতিবেদন দিতেও নির্দেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মিনারের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রেজ্জাক খান।