একের পর এক রেকর্ড গড়ছেন সেরেনা
Comments are closedউইম্বলডন টেনিসে যেন একের পর এক রেকর্ড গড়েই চলেছেন মার্কিন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। লন্ডনের টেনিস কোর্টে টুর্নামেন্টের নারী এককের তৃতীয় রাউন্ডে জার্মানির আন্নিকা বেগকে ৬-৩, ৬-০ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করে সেরেনা। এ জয়ের ফলে ক্যারিয়ারের ৩০০ তম গ্র্যান্ড স্লাম ম্যাচ জিতে নিলেন ৩৪ বছর বয়সী এই তারকা।