এক ছাত্রের এইচআইভি আছে সন্দেহে বাকি শিক্ষার্থীরা স্কুল ত্যাগ
Comments are closedশ্রীলঙ্কার পশ্চিম অঞ্চলের একটি স্কুলে ছয় বছর বয়সী এক ছাত্রের এইচআইভি সংক্রমণ আছে এমন সন্দেহে ওই স্কুলটির বাকি শিক্ষার্থীরা স্কুল ত্যাগ করেছেন। আক্রান্ত শিশুটির মা জানায়, তার সন্তানকে ‘এইচআইভি সংক্রমণ মুক্ত’ বলে ছাড়পত্র দেয়া হয়েছে। তবুও সন্তানকে স্কুলে ভর্তির জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। দশটি স্কুলে ভর্তির চেষ্টা করার পর শেষপর্যন্ত একটি স্কুলে ভর্তি করাতে সক্ষম হলেও, স্কুলে ক্লাসের প্রথমদিনেই প্রতিষ্ঠানটির বাকি ১৮৬ জন শিক্ষার্থীকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যান তাদের অভিভাবকরা।