এবার বিশাল জয় পেলেন মার্কো রুবিও
Comments are closedমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার বিশাল জয় পেয়েছেন রিপাবলিকান নেতা মার্কো রুবিও। পুয়ের্তো রিকোয় বাকি দুই শক্ত প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজকে পেছনে ফেলেছেন তিনি। এর আগে, গত শনিবার টেড ক্রুজ বাদে বাকি প্রতিদ্বন্দ্বিদের সরে দাঁড়ানোর আহবান জানান ডোনাল্ড ট্রাম্প। একই আহবান জানান দলের অপর প্রতিদ্বন্দ্বি টেড ক্রুজও। ঠিক, তাদের এই আহবানের এক দিনের মাথায় এ জয় নিশ্চিত করলেন মার্ক রুবিও। এদিকে, ডেমোক্রেট থেকে মেইনি ককাসে বিশাল জয় পেয়েছেন বার্নি সন্ড্যার্স। এই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ডেমোক্রেট থেকে এগিয়ে থাকা হিলারীর চেয়ে ২৮ শতাংশ ভোট বেশি পেয়েছেন তিনি।