এবার হোয়াইট হাউজে হামলার হুমকি দিয়ে ভিডিও বার্তা
Comments are closedমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে হামলার হুমকি দিয়ে নতুন ভিডিওবার্তা প্রকাশ করেছে ইসলামিক স্টেট-আইএস। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউসে আত্মঘাতী বোমা ও গাড়ি বিস্ফোরণসহ প্যারিস হামলার মতো আরো হামলার হুমকি দিয়ে এ ভিডিওবার্তা প্রকাশ করা হয়েছে। ইরাকের আইএস জঙ্গিদের করা ৬ মিনিটের ওই ভিডিওতে গত সপ্তাহের প্যারিস হামলার প্রশংসা করা হয়। এদিকে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি সিএনএনকে বলেছেন, তারা ভিডিওটির সত্যতা যাচাই করে দেখছেন।