এমএইচ-থ্রি সেভেন বিমান নিখোঁজের দুই বছর পূর্তি
Comments are closedনিখোঁজ মালয়েশিয়ান এমএইচ-থ্রি সেভেন জিরো উড়োজাহাজটির সন্ধান পাওয়া নিয়ে এখনো আশাবাদি দেশটির সরকার ও অস্ট্রেলিয়ান তদন্ত দল। বিমানটি নিখোঁজের দুই বছর পূর্তিতে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান তদন্ত দল জানায়, দক্ষিন প্রশান্ত মহাসাগরে যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে তার ভিত্তিতে এখনো অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তারা। আগামী জুনে ওই এলাকা সম্পূর্ণ অনুসন্ধান শেষে এর চূড়ান্ত ফল পাওয়া যাবে বলেও আশাবাদি তদন্ত সংস্থাটি। ২০১৪ সালের এই দিনে কুয়ালালামপুর থেকে বেইজিং যাবার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছিল বিমানটি।