এমপি লিটনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
Comments are closedভাঙচুর ও লুটপাটের অভিযোগে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনসহ ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহাবাজ গ্রামের হাফিজার রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে বিষয়টি পরে প্রকাশিত হয়। এর আগে, শিশু সৌরভের দুই পায়ে গুলিবিদ্ধ করার অভিযোগে তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন আহতের বাবা সাজু মিয়া।