ওপেন টেনিসে পুরুষ একক থেকে বিদায় নিলেন রাফায়েল নাদাল
Comments are closedযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউএস ওপেন টেনিসে পুরুষ একক থেকে বিদায় নিলেন অষ্টম বাছাই স্পেনের রাফায়েল নাদাল। তৃতীয় রাউন্ডে ইতালির ফ্যাবিও ফোনিনির কাছে ৬-৪,৬-৩, ৬-৪, গেমে হেরেছেন ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল। অন্য দিকে মেয়েদের এককে যুক্তরাষ্টের সেরেনা উইলিয়ামস ম্যাটাক সেন্ডসের বিপক্ষে ৬-৩,৭-৫,৬-০ গেমে জিতেছেন।