ওবামার চেয়ে ভ্লাদিমির পুতিন বেশি যোগ্য: ডোনাল্ড ট্রাম্প
Comments are closedবারাক ওবামার চেয়ে নেতা হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে, নিউইয়র্কে ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন একই মঞ্চে আধ-ঘন্টা ধরে বক্তব্য রাখেন। এমন সময়, ট্রাম্প এই প্রশংসা করলেন, যখন রাশিয়াকে বৈশ্বিক অস্থিতিশীলতার জন্য দায়ী করেছে পেন্টাগন। এর আগে, ফিলাডেলফিয়ার এক র্যালিতে ট্রাম্প ঘোষণা দেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে সবক্ষেত্রে মার্কিন সামরিক শক্তি বাড়ানো হবে। আরো সেনা, যুদ্ধ বিমান ও জাহাজ সংযুক্ত করার পরিকল্পনার কথা জানান ট্রাম্প। এছাড়া, দায়িত্ব নেয়ার প্রথম মাসে, শীর্ষ সেনা কর্মকর্তাদের কাছে আইএস নির্মূলের পরিকল্পনা চেয়েছেন এই ধনকুবের।