ওবামার বিপক্ষে ভোট দিবেন ডেমোক্রেট সিনেটর
Comments are closedইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের পরমাণু চুক্তি হওয়ায় ওবামা প্রশাসনের বিপেক্ষ কংগ্রেসে ভোট দিবেন বলে জানিয়েছেন ইহুদি ডেমোক্রেট সিনেটর চাক শুমার। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ইলিয়ট এঞ্জেল তাকে সমর্থন জানিয়েছেন বলে দাবি করেন তিনি। এদিকে ডেমোক্রেট সিনেটরদের এই বিরোধিতায় হতাশা প্রকাশ করেছেন হোয়াইট হাউস প্রতিনিধি জশ আর্নেস্ট। ইহুদি নেতাদের যুদ্ধবাজ বলেও আখ্যায়িত করেন তিনি।