ওবামার ভেটো উপেক্ষা করে মার্কিন কংগ্রেসে নাইন ইলেভেন বিল ‘জাস্টা’ পাস
Comments are closedপ্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো উপেক্ষা করে মার্কিন কংগ্রেসে পাস হয়েছে নাইন ইলেভেন বিল জাস্টা। স্থানীয় সময় বুধবার বিলটি পাসের পক্ষে সিনেটে ৯৭টি ভোট পড়ে আর বিপক্ষে পড়ে মাত্র একটি। এর ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রে কোনো দেশের নাগরিক সন্ত্রাসী হামলা চালালে সেদেশের বিরুদ্ধে মামলা করতে পারবে মার্কিনীরা। এছাড়া বিলটি পাস হওয়ায় টুইন টাওয়ার হামলায় নিহতদের স্বজনরা সৌদি আরবের বিরুদ্ধে মামলা করতে পারবেন। তবে, বিলটি পাস করে মার্কিন আইন প্রণেতারা একটি বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ওবামা।
এর আগে গেল মাসে, যুক্তরাষ্ট্র সরকারকে সৌদি বাদশাহের পাঠানো এক বার্তায় বলা হয়, বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রে ৭৫ হাজার কোটি ডলারের বন্ড এবং অন্যান্য বিনিয়োগ তুলে নেবে সৌদি আরব।২০০১ সালে নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলায় নিহত হন প্রায় ৩ হাজার মানুষ। এ ঘটনায় জড়িত ১৯ সন্দেহভাজন সন্ত্রাসীর ১৫ জনই ছিল, সৌদি নাগরিক।