ওয়ানডেতে ভাল করব: তামিম
Comments are closedসাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ হারলেও ওয়ানডেতে ভাল করার প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। দুপুরে প্র্যাকটিসে নামার আগে মিরপুরে সংবাদ সম্মেলনে এ আশাবাদ করেন তিনি। টি-টোয়েন্টি ও টেস্টের তুলনায় ওয়ানেডেতে বাংলাদেশ খুবই ভাল দল বলেও মন্তব্য করেন তামিম। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী শুক্রবার। মিরপুরে প্রথম ওয়ানডে শুরু বিকেল ৩টায়। ১২ই জুলাই একই স্থানে দ্বিতীয় ওয়ানডের পর সিরিজের শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।