ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে মুখোমুখি দুই স্বদেশী
Comments are closedলন্ডনে অনুষ্ঠিত বছরের শেষ টেনিস টুর্নামেন্ট ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের পুরুষ এককে রাত ৮টায় স্পেনের রাফায়েল নাদালের মুখোমুখি হবে স্বদেশী ডেভিড ফেরার। অন্য ম্যাচে রাত ২টায় ইংল্যান্ডের অ্যান্ডি মারের বিপক্ষে কোর্টে নামবে সুইজারল্যান্ডের স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা। খেলা দুটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ফোর। এদিকে ,গতরাতে চেক রিপাবলিকের টমাস বার্ডিচকে ৬-৩,৭-৫ গেমে হারিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।