ওয়েজ বোর্ড বাস্তবায়নে ব্যর্থ হলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী
Comments are closedসাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়নে যারা ব্যর্থ হবে তাদের সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়ার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জঙ্গিবাদ দমনে সরকারকে সহায়তা করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সকালে সাংবাদিকদের মধ্যে সহায়তা ও অনুদান প্রদান উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৭৭ সংবাদকর্মীকে দেয়া হয় ১ কোটি ২৫ লাখ টাকা। প্রধানমন্ত্রী জানান, সাংবাদপত্র কর্মী আইন-২০১৫ এর খসড়া চূড়ান্ত হয়েছে। শিগগিরি সম্প্রচার কমিশন আইন প্রণয়ন ও অনলাইন সংবাদমাধ্যমের নীতিমালা করা হবে বলেও জানান তিনি। এছাড়া, সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলকে আবারও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।